হালকা রোদের দুপুর—১১

❑  সাম্য রাইয়ান

দূরগামী বৈশাখের ঘুড়ি। এমন নয়, দেখা হলো আজ—প্রথমবার। অনেক সন্ধ্যার আগে জানা হয়ে গেছে ফসলের নির্জনতম সুঘ্রাণ। বিহ্বল দুপুর, সামান্য শব্দে জাগে অসমাপ্ত ঘুড়ির লাটাই। সূর্যরা ক্লান্ত হয়ে, আনমনা ঝিমায় অনেক ক্ষণ। ফিরে যেতে হবে অনেক ঋতুর পথ ধরে, অনাগত বৈশাখের কাছে। আলাদা কিছু নয় দানিয়েল৷ স্বাভাবিক জামার বোতাম, পুরনো এবং বিশ্বস্ত। রিটায়ার্ড নদীর মধ্যখানে। যেন হারানো দিনের গ্রোসারি।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *