সাম্য রাইয়ানের জীবনপঞ্জি

সমকালীন বাংলা কবিতায় সাম্য রাইয়ান এমনই এক কবি, যিনি তাঁর প্রতিটি কবিতার বইয়ে নিজেকে নবরূপে নির্মাণ করেন। নিজেকে ভাঙ্গেন, গড়েন; গড়ে তোলেন এক নতুন জগৎ। আনত স্বরে তিনি নির্মাণ করেন অভিনব চিত্রকল্প। আশ্চর্য তার উপমা, যা পাঠককে নতুন কবিতার স্বাদ দিতে সক্ষম।

সাম্য রাইয়ানের জন্ম নব্বই দশকে; ডিসেম্বরের ৩০ তারিখ, বাংলাদেশের কুড়িগ্রাম জেলায়। তিনি কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে প্রাথমিক, কুড়িগ্রাম সরকারী উচ্চ বিদ্যালয় ও কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং কুড়িগ্রাম মজিদা আদর্শ মহাবিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক হাতিবান্ধা আলিমুদ্দিন মহাবিদ্যালয় থেকে স্নাতক ও কুড়িগ্রাম সরকারী কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

কুড়িগ্রাম সরকারী উচ্চ বিদ্যালয়ের ছাত্র থাকাকালেই সাম্য রাইয়ানের সাহিত্যচর্চার সূত্রপাত হয়। এ সময় তাঁর প্রথম কবিতা প্রকাশিত হয় ‘মঞ্চ’ পত্রিকায়। সেসময় কুড়িগ্রামে কোন সাহিত্যপত্রিকা না থাকায়, ২০০৬ সালে লিটল ম্যাগাজিন ‘বিন্দু’ (www.bindumag.com) সম্পাদনা শুরু করেন। ক্রমান্বয়ে লেখালেখির সুবাদে তিনি বিভিন্ন লিটলম্যাগের সাথে যুক্ত হয়ে যান। দেশের বিভিন্ন লিটলম্যাগে তাঁর কবিতা প্রকাশ হতে শুরু করে। বর্তমানে তিনি দেশে-বিদেশে বিভিন্ন লিটল ম্যাগাজিনে নিয়মিত লিখে চলেছেন।

২০১০ পরবর্তী সময়ে পুরনোপন্থী অসার চিন্তারাশি আর স্যোশাল মিডিয়ার দাপটে যখন বাংলাদেশের লিটলম্যাগ মুভমেন্ট স্তিমিতপ্রায়, তখন তিনি নতুন সময়ের প্রেক্ষাপটে লিটলম্যাগের ডিজিটালাইজেশন ও নতুন গতিমুখ বিষয়ে একাধিক প্রবন্ধ রচনা করেন এবং বাংলাদেশের অনেক লিটল ম্যাগাজিনকে অনলাইনে প্রকাশ করতে সহযোগিতা করেন। ফলস্বরূপ বাংলাদেশের লিটলম্যাগ মুভমেন্ট নতুন প্রাণ পায়।

তাঁর মুক্তগদ্যের বই ‘লোকাল ট্রেনের জার্নাল’ (২০২১) বাংলা সাহিত্যে নতুন ধরনের আখ্যানধর্মী গদ্য। বাংলা গদ্যের ধারণাকে অসাধারণ শিল্পকুশলতায় মূর্ত করে তুলেছেন। তাঁর এ গদ্যগুলো প্রচলিত ধরনের চেয়ে একদমই আলাদা। যা শুধু আবেগ বা অনুভূতি দিয়ে কিংবা মেধা বা ভাষার সৌন্দর্য দিয়ে কিংবা শুধুই দায়বদ্ধতা দিয়ে হয় না।

সাম্য রাইয়ান রচনা করেছেন একাধিক গবেষণাধর্মী প্রবন্ধ, কখনো লিটলম্যাগ, কখনো থিয়েটার, কখনো সুবিমল মিশ্র, কখনো উৎপলকুমার বসু, কখনো সৈয়দ ওয়ালীউল্লাহ্, কখনো শম্ভু রক্ষিত, এরকম আরো নানা বিষয়ে।

সাম্য রাইয়ানকে নিয়ে ভারতের প্রখ্যাত সাহিত্য পত্রিকা ‘তারারা’ (২০২৩) বিশেষ সংখ্যা প্রকাশ করেছে। এছাড়াও যুক্তরাষ্ট্রের ‘মনমানচিত্র’ (২০২২) ভারতের ‘এবং পত্রিকা’ (২০২৩) তাকে নিয়ে বিশেষ একক সংখ্যা ও বাংলাদেশের প্রখ্যাত লিটল ম্যাগাজিন ‘নিসর্গ’ (২০২৩) ‘বিশেষ মূল্যায়ন’ ক্রোড়পত্র (২০২৩) প্রকাশ করেছে৷ ভারতের নব্বই দশকের কবি সুবীর সরকার সাম্য রাইয়ান প্রসঙ্গে ‘সাম্যপুরাণ’ (২০২৪) শিরোনামে একটি গ্রন্থ রচনা করেছেন।


যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *