সাধারণভাবে, এই সমাজব্যবস্থায় আমার (প্রকাশিত) লেখায় কোনও কপিরাইট নেই, বর্তায় না; কিন্তু বাণিজ্যিকভাবে ব্যবহৃত হলে অবশ্যই কপিরাইট বিষয় প্রযোজ্য। লিটল ম্যাগাজিনগুলি, যেগুলি বাণিজ্যিক নয়, আমার যে কোনো (প্রকাশিত) লেখা অবিকৃতভাবে-হুবহু পুনঃপ্রকাশ করতে পারে। এক্ষেত্রে আমার পক্ষ থেকে কোনও বিধি-নিষেধ নেই।
আমি কখনোই আমার কোনো লেখা কোনো মিডিয়া/গোষ্ঠী কিংবা কোনো প্রতিষ্ঠানের কাছে বিক্রি করিনি, কারো কাছে মস্তিষ্কও বিক্রি করিনি৷ অতএব আমার লেখার কপিরাইট প্রসঙ্গে আমার সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে৷ বিভিন্ন সময়ে বিভিন্ন লিটলম্যাগ/ওয়েবসাইট/ ব্লগে আমার লেখা প্রকাশিত অবস্থায় আপনার নজরে আসতে পারে, তাঁরা এরকম বক্তব্যও দিতে পারে যে, তাদের দ্বারা প্রকাশিত লেখার কপিরাইট তাদের৷ কিন্তু সেক্ষেত্রে তাদেরকে আমি সবিনয়ে বলবো, আমার লেখা প্রকাশ করবেন না৷ আমি আমার লেখার মালিকানা আপনাদের দিইনি৷ দেবো না৷ যদি কোনোদিন কাউকে আমার কোনো লেখার কপিরাইট দিই, তাহলে অবশ্যই তা লিখিত আকারে দিবো৷ কিন্তু তা ব্যতীত সকলে ক্ষেত্রে আমার এ ঘোষণা বলবৎ থাকবে৷
যে কেউ আমার লেখা প্রকাশ করুক না কেন, কপিরাইট প্রসঙ্গে আমার এই বক্তব্য মানতে বাধ্য থাকবে৷ এখানে উল্লেখ থাকে যে, আমার লেখা প্রকাশ করার অর্থই হবে, আমার কপিরাইট সংক্রান্ত ঘোষণা মেনে নেয়া৷
সাম্য রাইয়ান
২০ জানুয়ারি ২০১৩