বিষণ্ন ছুটিবার

❑ সাম্য রাইয়ান

আবার আসছে ছুটিবার। নির্লজ্জ আর খাপছাড়া একদিন তুমি। তোমার জন্য আমার কোনও অপেক্ষা নাই; নাই নাই এবং নাই।

বিনম্র সকল উগ্রতায়, গোপন অশ্বে তোমার সিঁড়িতে আগুন লেগেছে ফের। ভেসে ভেসে ওঠে ধাতুর উন্মাদনা। হারিয়ে ফেলা গান, পুরোনো গ্রামেই, খুউব শান্ত ভঙ্গিতে বাজে। যেন মহামান্য হেঁটে যায় আধো-জাগরণের প্রতিটি শিরায়। অনির্দিষ্ট প্রেম, দোমড়ানো-মোচড়ানো, নুয়ে পড়ে বিষণ্ন কুর্নিশে। অনাবৃত পরীদের ঘুমন্ত আস্তাবলে ছড়িয়ে যায় রক্তের নীল সুষমা। এই বুঝি পিপাসাডালার সকল আভা লাবণ্যের চরাচর আন্দোলিত ক’রে তুমুল ছুটে হবে অদৃশ্য বিষাদ স্বাক্ষরে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *