তীব্র তিরিশ ❑ সাম্য রাইয়ান মাত্র তিরিশ বছর গেল! অথচঘুরে ঘুরে মনে হয় কয়েক শতাব্দী আগেহারিয়ে গিয়েছিলাম ধূ ধূ রাস্তার ’পরে।রাত-দিন একাকার, শহর-গঞ্জ-গ্রামদেখেছি সকল—পরিমিত পদক্ষেপে।সুসজ্জিত যাত্রাধ্বনিতে বুঝি—নিক্ষেপিত আমি নষ্ট রেস্তোরাঁয়। সাম্য রাইয়ান