❑ সাম্য রাইয়ান
বিবাহবার্ষিকীতে নিষ্পত্র ছিলাম৷ অঘোষিত
ভঙ্গিতে নেমে এলো প্রেম, যেভাবে সন্ধ্যে নামে
ব্রহ্মপুত্র তীরে৷ সম্মোহনী সংগীতে জাগে
কুয়াশার সমূহ কম্পন৷ নিয়তিবৃক্ষ ছিঁড়ে যায়৷
চাঁদ নেমে আসে জলের মোহনা আর ফসলের ক্ষেতে৷
নিউট্রাল বিউগলে জাগে দিনের সকল
রাত৷
জগতে সকলই রাজনীতি আর
আর্থিক আলোচনা
তবুও তখন দুমদাম লাল, আমার নিটোল বুকে৷