চিত্রল আকাশ

❑ সাম্য রাইয়ান

ধাবন্ত চিহ্ন ভালোবেসে একদিন
ভুল করে পালিয়ে যাবো তুচ্ছ অযুহাতে
আবার ঘুমিয়ে কাটাবো সমগ্র বিকেল।

উৎপীড়নের ভাবনা নেই
আকাশ একটা চিত্রকল্প স্রেফ
আর কিছু নয়, কিচ্ছু না।
কী ক’রে নির্মিত হয় চিত্রল আকাশ
মানুষের কাছে আজ অব্দি সে এক
অমীমাংসিত বিষ্ময়।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *