সোসাইটির চাকার নিচে

❑ সাম্য রাইয়ান

এই যে চায়ের দোকান। খুব পরিচিত। 
দেখা হলে কথা হয়। চলে গেলে ওই 
চেয়ারে টেবিলে অন্য কুটুম বসে।

ভিন্ন মানুষ হয়ে বারবার আসে। রক্তাক্ত 
ক’রে ঘুমের ভেতর দেখা দেয়।

দুই কাঁধে বসে প্রশ্নকর্তা সেজে
জেরার পরে জেরা
আরও আরও জেরায়
আগুন লাগিয়ে আগুন নেভাতে যায়।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *