প্রকৃত শরীর

❑ সাম্য রাইয়ান

মনের ভেতরে আছে প্রকৃত শরীর! আহা শরীর
খোঁজবারে কী নির্মমভাবে ভুলে যাই সেকথা, যেভাবে
ভুলে যাই গুটিকয় পাঞ্জাবির কথা। প্রতিবার গমনের কালে
ভাবি, গোলাপবনের দিকে এগিয়ে যাবো না অহেতুক।

কিচ্ছু চেনা হয় নাই গহীনের প্রাণ, শুধু ধনুকের থেকে
শিখে নিয়েছি জোড়ালো গমনসঙ্গীত। মনের
ভেতরে আছে প্রাকৃত শরীর; যাকে কখনোই জানা হয় নাই।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *