তোমাকে, শেষবার

❑ সাম্য রাইয়ান

টান দিলে খুলে আসে চোখের পালক,
তবু কোলাহল বাড়ে
             দৃশ্যজুড়ে।

তোমাকে পাই না বলে
ভীষণ মাথা ধরে
             ঝিমঝিম করে!

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *