এই বরষায়

❑ সাম্য রাইয়ান

থাকো, যেভাবে আছো বসে সেভাবেই।
উঠতে হবে না বৃষ্টি দেখতে, ভিজবেই?

ভেজার প্রয়োজন নাই, কতোটা ভিজবে জলে?
স্বগৃহেরই আয়োজন—সে তো হৃদয়-অতলে।

ঝড়ের বাহনে পরিকীর্ণ হয়ে রূঢ় বরষায়
                 জলেরা কার ঘরে ঢুকে যায়!

ফ্যাকাসে দৃষ্টি বেয়ে উঠে যায় মেঘের কোলাহলে
নির্জলা প্রবেশপথ ধরে সহজভেদ করে ফেলে।

তারপর শাদামেঘজুড়ে মেহগনি বনের ছবি
প্রসবের ঘ্রাণ চার্দিকে ছড়িয়ে ঘুমালো পৃথিবী।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *