❑ সাম্য রাইয়ান
উৎসর্গ: সুবোধ সরকার
ওর জন্য আমার মায়া হয়
ওকে দেখলে আমার অজান্তেই
মুখ থেকে বেরিয়ে আসে
মুহুর্মূহু শান্তনাবাণী।
ব্যস, এ পর্যন্তই; এর বেশি
আর কিছু চাইবেন না প্লিজ।
ওকে তো আর চাকরী দিতে পারবো না!
জানি রূপম এমএ পাশ।
চাকরী জোটাতে না পেলেও
একটা প্রেমিকা জুটিয়েছিল ছেলেটা।
একটা চাকুরী ওর খুব দরকার ছিল
কিন্তু কী করি বলুনতো!
আজকাল চাকরীর যা বাজার
তার চেয়ে ছেলেটা মাছ চাষ করতে পারতো
অথবা আমাদের প্রোপিতামহের মতো
উর্বর ভূমি কর্ষণ করতো!
এসব করলো না ছেলেটা।
এই বাজারে চাকরী করার চেয়ে
আত্মহত্যা করা অনেক সহজ।
আর মানুষতো সহজ কাজই করতে চায়।
বাতাসের আগে জ্যাঠা বলেছিলেন আমাকে,
‘রূপমকে একটা চাকরী দাও
এমএ পাশ করে বসে আছে ছেলেটা’।
আমি আর সহজ কাজ কোত্থেকে দেই বলুনতো!
এই দুর্মূল্যের বাজারে আত্মহত্যার চেয়ে
সহজ কাজ কে-ই বা দিতে পারে?