লিখিত রাত্রি—সাইত্রিশ

❑ সাম্য রাইয়ান

রাতের দিগন্তজুড়ে শুধু একটা গাছ; অন্ধকার
আপেক্ষিক নীল ঝুলে আছে তার প্রতিটি ডগায়।
বিষণ্ন বরফের ঋণে শ্রান্ত হয়েছে মাটিবর্তী
তীব্র কামনাবাগান। এমন সময়ে যোনিফুল পক্ব
হয় বলে রাত্রি একটা অনাহূত বেদনার নাম।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *