লিখিত রাত্রি—পঁয়ত্রিশ ❑ সাম্য রাইয়ানখোঁপায় ফুটেছে ফুল, কানের লতিতেও; এতোটাযত্নে বপন করেছ বলে বাতাশে ছড়িয়ে আছেফুলেল ঘ্রাণ। কোনোদিন তারা জল ও স্রোতেরমাঝে তফাৎ করেনি বলে প্রকাশ্য বিজয়ীর মতোকী বেজায় শব্দ করছে বাতাশে—সুঘ্রাণ সুঘ্রাণ। সাম্য রাইয়ান