লিখিত রাত্রি—একত্রিশ ❑ সাম্য রাইয়ানভাবছি ডানাঅলা জিরাফের কথা, তার সাথেসাঁতরে চলা প্রজাপতি। তখন ওর নাম জলপতিছিল কি না ভাবছি। দেখছি ডানাঅলা একবৃদ্ধ জিরাফ মাথার আকাশে সুর তুলে উড়ছে।তাকে গ্রহণ করেছে কি মেঘমল্লার? ভাবো তো! সাম্য রাইয়ান