লিখিত রাত্রি—এগারো

❑ সাম্য রাইয়ান

আমার দৃশ্যজুড়ে শুধু পাগল হওয়ার ছবি।
এমন অস্থির লাগে জানো, কোথাও কেউ যেন
খুন হয়ে যাচ্ছে। তাই দেখে উড়ে যাচ্ছে রক্তগাছ
ডানাঅলা সবুজঘাস। স্নানঘরে শীতল জল
গড়িয়ে পড়ছে আপনাতেই। কী ভয়ংকর বলো!

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *