আন্তঃনগর প্রেম

❑ সাম্য রাইয়ান

চাইলেই আসতে পারো তো। আসা যায়। কতজন আসছে না! তুমিও তো পারো। আসো না কেন আর?

কী করছো? কার দিকে যাচ্ছো? কেয়াফুল অথবা জমে থাকা বৃষ্টির মতো ঝিম পাথর আমি। কারও দিকে যাচ্ছি না। নিথর, প্রকাণ্ড মাংসস্তূপ যেন। প্রতিটি অচেনা আড়ালজুড়ে উগ্র হাহাকার প্রযোজনা করি না আর। খোঁপাফুল থেকে ঝরে পড়া রক্ষাকবচ জানে মহাপ্রলয়ের সুর। একই পথ ধরে যাই প্রতিদিন। একই পথের সুতো সূচনাবিম্ব থেকে কিছুদূর এগিয়ে আলাদা হয়ে গেলে খুব বিবমিষার পাহাড় জমে যায়। কে এই পাহাড় খোদাই করে?

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *