সকল প্রশংসা মার্কিন সাম্রাজ্যবাদের উপন্যাসের প্রথম পৃষ্ঠা:
‘আমরা নিমকহারাম না। স্থূল চর্বির প্রতিটি কণার কসম, ইংরেজি ভাষার প্রতিটি বর্ণের কসম, ডলারের প্রতিটি নোটের কসম আমরা নিমকহারাম না। আমরা ভ্যারিয়েশনে বিশ্বাসী, কিন্তু তাঁর কৃতিত্ব-স্বীকৃতিতে এক-স্বীকারবাদী—
যিনি নৌবহর-সিআইএ দিয়ে আমাদের জীবনরক্ষা করেন, যিনি এফডিএ দিয়ে আমাদের অন্নদান করেন, যিনি বিশ্বব্যাংক দিয়ে আমাদের পরিত্রাণ করেন, যিনি আইএমএফ দিয়ে আমাদের পরিত্রাণের পারদ পর্যবেক্ষণ করেন, যিনি এফবিআই দিয়ে আমাদের অন্দরমহল তদারকি করেন, যিনি ন্যাটো দিয়ে আমাদের সামরিক নিরাপত্তা প্রদান করেন, যিনি আইএসএএফ দিয়ে তালেবান-আল-কায়েদা থেকে আমাদের সুরক্ষিত করেন, যিনি এশিয়া এনার্জি দিয়ে আমাদের বিদ্যুৎ সমস্যার সমাধান করে লোডশেডিঙের অন্ধকার থেকে আলোর পথ দেখাতে চান এবং পাবলিকের ধাওয়া খেয়েও চিরবিদায় না নিয়ে নিজের নাম বদলে নবতর ছদ্মনাম ধারণ করে আবারও রাজস্ব বৃদ্ধির লোভনীয় স্বপ্ন দেখান, যেকোনো তুল্যেমূল্যে আমরা তাঁরই নাম জপি।
অতএব, বিনাবিচারে-নির্দ্বিধায় আবশ্যিকভাবে প্রশংসা শুধুই তাঁর।’
অন্ধ জাদুকরের বক্তব্য শুনে সমবেত হর্ষধ্বনিতে আকাশ-বাতাশ প্রকম্পিত হয়। দু’ভাগে বিভক্ত কুকুরের দল ঊর্ধ্ব গগনে লেজ তাক করে সমস্বরে চিৎকার করে ওঠে— ‘আঙ্কেলের জয় হোক! আঙ্কেল স্যাম জিন্দাবাদ! সাম্রাজ্যবাদ দীর্ঘজীবী হোক!’
এরপর ডান ও বামদিকে লেজ নাড়িয়ে অন্ধ জাদুকরকে কেন্দ্র করে ঘুরে ঘুরে নাচতে থাকে।
সকল প্রশংসা মার্কিন সাম্রাজ্যবাদের
ধরন: উপন্যাস
লেখক: সাম্য রাইয়ান
প্রচ্ছদ: রাশেদুন্নবী সবুজ
প্রকাশক: ঘাসফুল, ঢাকা
মুদ্রিত মূল্য: ৩৬০টাকা
হোম ডেলিভারীর জন্য: 01729680908