হালকা রোদের দুপুর—২৮

❑  সাম্য রাইয়ান

শহুরে গানজুড়ে বেপথু অট্টহাসি, কালো মৌতাত, নিস্ফলা স্বপ্নদৃশ্য। আর কী আছে ঝাঁঝালো সাংস্কৃতিক সন্ধ্যায়? নিমোকহারাম মৃতদেহ থেকে খুলে রাখো রঙিন ব্যাজগুলি, যা তারা লুট করেছে জাদুকরের মতো। কালো দস্তানায় বন্দি করো সমবেত আর্তনাদ; ফেলে আসা গিটারের কড আর এদিক-সেদিক পড়ে থাকা উপমাগুলো। মেলে ধরো আগমনী পথ। সকল সুসংবাদ ফিরে যাবে ঘরে, সাধারণ যৌনজীবনের কাছে। অসংখ্য বিভোর ক্ষতচিহ্নে রেখে হাত, মনে পড়বে গতজন্মের সন্ধ্যা, গভীর রাতে যাকে হারিয়ে ফেলেছিলে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *