মানুষ

❑ সাম্য রাইয়ান

বোমার সুতোয় যারা ম্যাচ ঠুকে দৌঁড়তে পারে, আমি তাদের দলে নই। আমার শরীরে মেঘের স্মৃতিছাপ দ্যাখো জলের বুদবুদ হয়ে ফোটে। কে বললো আমি মানুষ! আমি তো মানুষ নই, কেবল মানুষের মতো দেখতে।

মানুষ বড় অদ্ভূত, ওরা ছায়ার মতো চলে। জীবনের এক গোপন কোটরে জমিয়ে রাখে সুখ।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *