পাগল হওয়ার সহজ উপায়

❑ সাম্য রাইয়ান

দুর্গার পায়ের কাছে
আমি চাই আগুনের তুমুল উত্থান।

এর থেকে সহজ গণিতসূত্র শিখিনি এখনো।

ছাইয়ের খেয়াল
বখাট্য সংলাপ।

প্রতিবেশি দাঁড়িয়ে আছেন ডালিমফুল নিয়ে।
যাবো ভেবে
বোতল থেকে বোতলে লাফাতে অ-পার
হয়ে গেছি অঘোষিত মেঘদল।

চোখ খুলতে পারি না; মন ভেঙে
পড়ে আছে বাস্কেটে।

বাস্কেট, বোকা বলের সহোদর।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *