হামিংবার্ড

❑ সাম্য রাইয়ান
 
চোখের ভেতরে
একটা হামিংবার্ড
        নিয়ে বসে আছি

চমকে দিও না তাথৈ
          উড়ে যাবে—

উড়ে যাবে তারা—স্বপ্নেরা;
সারি সারি ডানা
ঘুমের ভেতরে বয়ে চলা নদী
হাতের তালুতে বয়ে যাবে
ঢোঁরা সাপ, রক্তের ধারা।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *