মনোকম্পন

❑ সাম্য রাইয়ান

কখন যে কেঁপে ওঠো তুমি, মনোকম্পে; বুঝতে পারি না।

বোঝার মওশুম গেল কেটে, শীতপর্ব এলো। তানপুরা বাজাচ্ছে যেন কেউ, শিশিরের শব্দ শোনা যায়। ব্যথা বাড়ছে, বুকে। আমার শরীর, যাকে আমি অবিশ্বাস করি নক্ষত্রের মতো, যারা বৃষ্টিপ্রতিশ্রুতি রক্ষা করে না, এই যে কাছাকাছি পৌঁছানো গেল তার, যেকোনও সময় সে ঈশ্বরের আত্মাকে রেখে না যায় আমার কাছে! আমার ভয় করে, যদি সে ক্ষমতা পাই, তখন কি আমি নিম্নবর্গের দলে ঢুকে আত্মবিসর্জনের জন্য অপেক্ষা করব!…

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *