লিখিত রাত্রি—চুয়াল্লিশ ❑ সাম্য রাইয়ানমানুষের শহরে আমি মমি হয়ে বসে থাকাএলিয়েন। প্রাচীন শহর থেকে বেরিয়ে আসেঅসংখ্য বরফের কফিন। একা কবি সকলমৌন বরফের ভাষা ভেদ করে শ্যামল ভ্রমেরদিকে তুমুল আততায়ীর মতো হাঁটেন, সত্যশিশু! সাম্য রাইয়ান