ঘুমন্ত মার্বেল, যা ক্রমশ গড়িয়ে যাচ্ছে

❑ সাম্য রাইয়ান

গড়িয়ে যাচ্ছে প্রেম, বর্ধিষ্ণু আবেগ
থেকে ঝরে পড়ছে ঘুমের মাঝে গজিয়ে
ওঠা নীলপরী; লালরঙ ভালোবাসে।
এইসব নিয়ে আমি কিছু বলি না। যারা
বলতো, তারা এখন ভিন্ন তরীতে
ঘুমন্ত মার্বেলের মতো গড়িয়ে যাচ্ছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *