লিখিত রাত্রি—সাত

❑ সাম্য রাইয়ান

সোনালী বাতাশ বইছে দ্যাখো শ্যামল অন্ধকারে
এমন নির্মল রাতে একসাথে সারিবদ্ধ মানুষগুলো
কেন চাইবে না নিজেকে বিলিয়ে দিতে বলো!
কী ক’রে তারা এতো বিষ বহন করেছে পাত্রে
আর কি বাকি আছে কিছু, বেঁচে করবার মতো?

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *