লিখিত রাত্রি—আঠাশ ❑ সাম্য রাইয়ানরাত্রি থেকেই সকল রহস্য জন্ম নেয়। প্রান্তরেশীতল চাঁদ খুঁজে না পেলে অভ্যন্তরে ভয় বাড়েদৃষ্টিসীমায় ফোটে শাদা শাদা ফুল; আলো ফুটবারআগেই তারা ঘুমাতে যায়; দু-একটা সাশ্রু অন্ধকারশুধু প্রকৃত জেগে থাকে। এই শুধু, শুধু এই। সাম্য রাইয়ান