লিখিত রাত্রি—আঠাশ

❑ সাম্য রাইয়ান

রাত্রি থেকেই সকল রহস্য জন্ম নেয়। প্রান্তরে
শীতল চাঁদ খুঁজে না পেলে অভ্যন্তরে ভয় বাড়ে
দৃষ্টিসীমায় ফোটে শাদা শাদা ফুল; আলো ফুটবার
আগেই তারা ঘুমাতে যায়; দু-একটা সাশ্রু অন্ধকার
শুধু প্রকৃত জেগে থাকে। এই শুধু, শুধু এই।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *