লিখিত রাত্রি—চৌদ্দ

❑ সাম্য রাইয়ান

সারা রাত্রি অহংকার পেতে বসে আছি মায়াময়।
আর যদি না হয় দেখা—কোনোদিন পৃথিবীর
বিপনি বিতানে; যদি না হয় কথা, হৃদয়ে রোদ
নিঃশব্দে মরে যায় অথবা তুমুল শব্দে কেঁদে ওঠে
তবুও পুরোনো চরিত্র ফিরবে না প্রণয়ের কাছে!

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *