হালকা রোদের দুপুর—১৯

❑  সাম্য রাইয়ান

ধরুন, এখন মধ্যরাত। আপনি মাতাল। ভরপেট মদ খেয়েছেন। আপনার সাথে বসেছিলো একজন ট্রাকড্রাইভার। কথা বলছিলো ফোনে— প্রেমালাপ। আপনার মনে হচ্ছিলো, এই দিনে যদি আপনারও প্রেম থাকতো! সেই দুঃখে আরেকটু মদ খেতেই আপনার মনে পড়ে গেল সেই প্রেমের কথা যা গত ১৯ বছরে কখনো মনে পড়েনি। ভুলে গিয়েছিলেন। হলুদ ক্ষেত— আপনি দৌড়াচ্ছেন— সরু আলপথ— আপনি যাচ্ছিলেন— আপনাকে ঘিরে অনেক হলুদ। আরেকটু মদ ঢেলে দিলেন গলায়— ভরপুর ক্ষেত— আপনার চোখ বন্ধ— পেরিয়ে যাচ্ছেন একাধিক রোদের প্রাচীর।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *