বিসর্জনের রাতে

❑ সাম্য রাইয়ান

হা-হুতাশের পর, হলো আস্ফালন। বৃষ্টিতে ডুব দিলো পাখি।

অনেক দিনের পর, কিছু সিঁদুর মোছা দৃশ্য দেখে মন খারাপের গল্প হলো খুব।

সে-ই ঝিরঝির বৃষ্টি হলো শুরু, ক্রমান্বয়ে ঝুম বৃষ্টির পালা। গড়িয়ে যাচ্ছে রাত; উৎপীড়নের থামলো না তো কিছু। সারারাত্রি গড়াবে না কি জল! গর্তভরা শখের কৈ তো নিলেই; আর কতোটা ভাসিয়ে নিতে চাও?

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *