ক্রোধের দোযখ

❑ সাম্য রাইয়ান

আমার মাথা ঘুরছে। চারদিকে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। সব মিলিয়ে যে একটাই আলো— কদাকার, বিভৎস!

অর্থ না থাকুক জানা, তবু চিৎকার ভালো কখনও-সখনও। চিরন্তন নরকদণ্ডের মহৎ আকাঙ্ক্ষাও দেখি অস্তিত্বহীন নয়। হাজারো বার আমি পরমানন্দ পাই দুঃখে। থামাতে পারি নি, নির্বুদ্ধিতে ভরে গেল মগজ। জ্বলন্ত চুল্লির মতো, বেগে নিকটবর্তী আমার ক্রোধের দোযখ। তোমাকে হুশিয়ার করে দিই; জীবনের কাছে আমাকে উপেক্ষা পেতে দাও। ব্যাঞ্জনবর্ণের ব্যাঞ্জনা থেকে দূরে অন্য কারুর অপেরার দিকে যাও।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *