অপার অজগর

❑ সাম্য রাইয়ান

তামাম রাত এক জীবন্ত কিংবদন্তি, অজগর সাপ ।

ঘুমের মধ্যে মনটা তলায়া গেলেই এক ঝাঁক মরা মুখ ভিড় করে মুখের উপর। মানুষ না। মানুষের প্রতি আমার কোনও টান নাই। মায়া নাই, মহব্বত নাই, কিচ্ছু নাই। বিশালাকার পতঙ্গের মরা মুখ দেখি। পরিচয়পর্ব সারতে পারি নাই ওদের সাথে। তার আগেই ওরা ভাগে; কই যেন পালায়া যায়।

সম্রাটের ক্ষত-বিক্ষত গণিকার প্রশস্ত গর্জন ক্রমে পুষ্ট হয়ে ওঠে। চূড়ান্ত প্রশ্রয় নিয়ে যাইতে থাকি তাদের দিকে। অথচ যাওয়ার জন্য আমার কোনও নির্দেশ নাই!

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *