জলের অপেরা

❑ সাম্য রাইয়ান 

ডানা আঁকো—সশব্দে ঝাপটাও
ডাকছে ব্যাকুল নদী

শিহরিত৷

হেঁটে হেঁটে আমি পৌঁছলাম
নদীর কাছে৷ অনেক মানুষ—
যারা হৃদয় ফেলে এসেছে 
ধরলার জলে; সকলে
একত্রিত আজ৷ হারানো 
হৃদয়ের গান শুনছে মেয়েটি—
ছেলেটিও৷

হাটু মুড়ে ওর পাশে বসি
আমি তো যাবো না কারো সাথে

তোমার উপশিরা
যেদিকে এঁকেছে পথ
শুধু সেই দিকে যাবো৷
অন্য কোনো জলে
যাবো না৷

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *