অপার আকাশ

❑ সাম্য রাইয়ান 

গণিত থেকে সূত্র তুলে নাও৷
যেভাবে জল থেকে
তুলে নাও জলের টুকরো জল৷

দূর থেকে ধেয়ে আসা
কুকুরের ডাক, জানে মিলিয়ে দিতে
কাছের কান্না
গাছের ব্যাকুলতা৷

রোজার রাতে
অহেতুক পায়চারী করো, কেন
তোমার ঘুম আসে না?
উঠোনে বেরিয়ে দেখ
                      অপার আকাশ৷
ছাদের বাগানে দ্যাখো
                      অতিক্রান্ত পাখি!

ঘুমিয়ে পড়েছে যে
শব্দ করো না তার নিকটবর্তী দেশে৷

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *