একা ম্যাজিশিয়ান

❑ সাম্য রাইয়ান 

তামাম দুনিয়া হাতে ঘুরপাক
করে পিংপং একা ম্যাজিশিয়ান

কৈকুড়ির শেষ বেলার লোকে
নিখিল পথের পাশে
সরিষা বাগান, সবুজ পালং
অপত্য পাগলামী, আমাদের
নিজস্ব কথার প্রণালী

ক্ষান্তিহীন ছুটে যায় সে হেঁটে হেঁটে
গার্হস্থ্য রঙসব অনুগত পিছে পিছে

শত পিছুটান যেন
তাঁবু বাঁধা রশি টানটান
এত বাতাশ
তাতে জলাধার করে আহ্বান

উন্মাতাল ঢেউয়ের বুকে
দ্বিধায় ঝরে পড়ে পাতা
নাচে মাতাল, নাচে প্রতিবেশ
সাথে ম্যাজিশিয়ান।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *