তবুও বৃষ্টির দিকে

❑ সাম্য রাইয়ান

নিবন্ধিত রিকশার পিছে
মনে মনে ভেসে যাচ্ছিলাম
যেখানে আমি নাই, সেখানেও
সামান্য নিঃশ্বাস ছিলো আমার৷

প্রমাণ চাইলে ফাটল দেখাতে পারি
রক্তহীন আঁচড়, ডোরাকাটা৷

বিকেলবেলার লম্ফন— সেই থেকে
উড়ছি, অসম্ভব আলো আর আলেয়া
দ্যূতিহীন ধুকে ধুকে, নির্লিপ্ত বৃষ্টির দিকে৷

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *