বসন্তের সনেট ❑ সাম্য রাইয়ান অহেতুক বসন্তের রোদ—অসময়ে ঝড়বিরক্ত শিশুর কান্না… এরকম টুকরো-টাকরাশীত-মিশ্রিত সময়ের প্রবচন!তোমার চুলের ভাঁজেএক তোড়া সনেট গুঁজে দাওমরা নদী ভাষা ফিরে পাবে। সাম্য রাইয়ান