স্ববৈকুণ্ঠ

❑ সাম্য রাইয়ান 

বদলে যাচ্ছো৷ জলবায়ু ঠেলে রোজ
অগ্রসর হচ্ছি তোমার দিকে৷

সমস্ত দিনের ভ্রান্তি ভেঙে রাত্রির উষ্ণতা
ছিল জ্যোতিষ্মান, অতিসঙ্গত কাল্পনিক৷
তবু অপরাধীদের সংকল্প আমার মধ্যে
ব্রাহ্মক্ষণে উচ্ছল চরিত্রের উদাসীনতা৷

শিশু সওদাগর, আশাহীন মানুষ আর
তোমার মিষ্টিকণ্ঠ মোবাইলে লিখে রাখলাম৷

জলধ্যানে জেগে ওঠা মনোরম ছবি
অন্তহীন প্রেমে স্বধর্মে প্রতিষ্ঠিত৷

হালের কারুকার্য দেখে সতর্ক হয়েছি খুব
যৌক্তিক দেহে তবু বিষাদের শৌখিন অনুপ্রবেশ
যতোই জীবন্ত হোক কাষ্ঠখণ্ড-আগ্নেয়গিরি
মৈত্রীভাবনা ছুঁড়ে, রক্তাক্ত অভিজ্ঞতার দিকে
আমি তো যেতেই চাই, হৃদয় মানে না৷

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *