শোকাবহ

❑ সাম্য রাইয়ান

পবিত্র পাখিদের অলঙ্কার নিয়ে, আমাকে মর্তে রেখে 
কেউ কেউ উড়ে যায়; আমি তার ফেলে যাওয়া ধুলো
জমিয়ে রাখি৷ এতো যে দক্ষ হলাম কাজে,
মৃত্যুকে বাঁচিয়ে রাখি জীবনের মাঝে!

মোহর জমিয়ে রাখি; শোকার্ত শুকনো পাতা৷ স্মৃতিচিহ্ন
ধুয়ে ফেলে জলে, কে যায় ওদিকে— নৈঃশব্দ্যে শীতল
হাওয়া-বাতাশ ভেদ ক’রে আদিগন্ত পথে,
কে যাচ্ছে ওই; দ্যাখো তার মৃদু ধ্বনি শোনা যায়৷
যেন কেউ হাঁটছে ওইদিকে;
অন্ধকার বগলে পুরে যেন, কেউ যাচ্ছে কোনদিকে!…

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *