রাত্রির অলৌকিক জলাধার

❑ সাম্য রাইয়ান 

দুর্বোধ্য প্রেমের একপাশে তুমি
বিপরীতে অলৌকিক জলাধার।
স্বচ্ছ। নীল আলোর নিঃশ্বাস।
প্রজ্বলিত অগণন আহ্বান ঠেলে
নিজেকে বিভ্রান্ত করে যায়।

প্রভূত আলোর থেকে নিজেকে বাঁচিয়ে
হতাশার কাঠ খড়ে আগুন দিয়েছি।

অবসন্ন রাত্রির কলার চেপে ধরি— ‘আপনি কে?’
— আমি ঐ দূরে
পাহাড়চূড়ার আড়াল থেকে
হেঁটে বেরিয়েছি রোজকার মতো
— এসেছ তাহলে তুমি
উড়ুক্কু অন্ধকার, অধিক স্পষ্ট হবার আগে
অর্থময় দীর্ঘকাল পেরিয়ে, মৌ মৌ চিৎকারে
নিয়ে চলো অক্ষরগুলি, শাস্ত্ররেখা বরাবর!

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *