হারিয়ে ফেলা গান

❑ সাম্য রাইয়ান 

হারিয়ে ফেলা গানের জন্য এখনো আমার জ্বর—
খুব সুর, উচ্চকিত মাভৈঃ মাভৈঃ
সহস্র শব্দের তোড়ে কদমফুলের পাশে
অনর্গল নদী৷ শতাব্দী পেরিয়ে বুঝি সমুদ্র
অথবা নিশ্চুব ডোবাবিশেষ৷ তেমন কিছুই না
সামান্য হাইফেন৷ হারিয়ে ফেলা সুরের জন্য
এখনো আমার আকাশ, খাঁ খাঁ—!

মার্জিন পেরিয়ে শব্দ, ক্লোনের পাশে শব্দ
একেকটি মহাপ্রাণ, আর কিছু হারিয়ে ফেলা গান৷

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *