❑ সাম্য রাইয়ান
সকালে মিস্টি রোদের দিন—
কুম্ভ-সূর্য জাগে আদিবাভঙ্গিতে
বাড়ি ফিরে—নিস্তরঙ্গ তারা
ইশারাভাষায় ডাকে মাতৃভাষাবনে৷
আচ্ছাদন পেরিয়ে যেতে চাই
দ্রুত!
চোখ বুজে শুনি— ডাকছে আকাশ
ছোট হচ্ছে আলো৷
ফাল্গুনের বিকেলবেলায়
গতকালের বাতাশ— আজ খুব এলোমেলো৷
মানতে চাই না তবু, কৈবল্য আঁকড়ে
ধরে হাত! স্বপ্নে চিৎকার করে উঠি
দেখেছি অবাক-পরিখা৷ এইমাত্র ডাকে
সাড়া দিলো যে— বলি, ব্যাগ গুছিয়ে দাও
দেরি হয়ে যাচ্ছে!