❑ সাম্য রাইয়ান
চিরকাল, তুমি চোখের ভেতরে হামিংবার্ড পোষ—
হামিংবার্ড; ঋতুহননের কৌশল শেখা হলে
ক্রোধের বসন্ত জাগিয়ে সারাদিন, দাওয়ায় বসে
থাকো! —নাচের পুরনো মুদ্রা৷
আদিম কসরত থেকে নেমে আসে অমীমাংসিত
আগুনের অপেরা৷ সফরকাণ্ড থেকে জলের
গভীর-নিম্নস্তরে প্রথম আকাশ দেখা যায় না৷