অমান্য অপরাধ

❑ সাম্য রাইয়ান 

কিছুটা অট্টহাসি ছড়িয়ে দিলাম
ফল-বাগানের মাঝে৷ ফল ও ফলান্ধের
রইলো শুধুই বিবাহ-বিষয়-সংলাপ৷

চিন্তাগাছের জটিলতা বাড়ে শ্লথ গতির আয়ে৷
রোজ লোডশেডিং আর আগুনের উল্লাস
অশ্রুবিভাবে ভাসে রোজকার প্রতিবেশী৷

প্রাণপন অন্ধকার৷ ঐশ্চর্য ও শক্তির প্রার্থনা৷
পদতলে যুক্তির অতীত, অমান্য অপরাধ৷
তবু ভালোপ্রেম— যেন দীঘল জীবনের কোলে,
বেঁচে থাকে সুর, কাঁঠালচাপার মুখরতা!

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *