পতন

❑ সাম্য রাইয়ান 

ফড়িংডানাতেও আছে না-দেখা সোনার শেকল!

তোমার সকলজুড়ে নির্জনতা,
না-জানা হাহাকার৷ কিংবদন্তী ফুলের মতো
আচমকা জেগে ওঠে আত্মহননের অভিপ্রায়৷

এই মৃত গানের পাশে, উন্মাদ শরীর
নৃত্যরত; হারানো দিনের ভোজালি
পৃথিবীর গোলাকার ধারণার অধিক৷

জেগে থাকা হলো অনেক আয়ুর ভাঁজে
দিনশেষে অকারণ প্রগাঢ় কম্পিত রাত৷

বিদায়ী বৃক্ষদিনে ভুষোকালি আর খড়ের স্তুপ
অহেতুক ভোজনে কাটে এই মহাকাল৷

পরিণত শবের পতন আস্তে নেমে যাক—
দিগ্বিজয়ী করুণতম সুর, আজ প্রাসঙ্গিক৷

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *