বিহ্বল তরঙ্গভোর

❑ সাম্য রাইয়ান 

একক রোদের আশ্রয়ে
মেয়েটি, কুড়িয়ে নিচ্ছে পাতা
অনেক গাছের। অনেক স্নেহ।

নিবিড় অভিজ্ঞতা।

সরু গলি ধরে ফেরার সময়
আকাশ, দিব্যি চিৎ হয়ে
দেখে নিচ্ছে, ডানাহীন
মেয়েটির অনায়াস ওড়াউড়ি।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *