❑ সাম্য রাইয়ান
আপাত অর্থহীন চিত্রলেখার হাঁটাস্রোত
হুড়োহুড়ি নেই, তন্ময় রহস্যের দিকে
গুঁড়ি মেরে আসছে অরোধ্য কিচিরমিচির
চন্দ্রশীতল রাত।
চিরচেনা মরুদ্যানে জেগে ওঠে
যাতায়াতের পবিত্র পথ—
হাড় হিম
নাইটগার্ড মৃদু হাসে ভয়ে
না কি বিষণ্ণতায়!
অস্থির কাঁপা কাঁপা বুকে
কৌতুহলী গার্ড, বাতাশে মাস্তুল গেঁথে
দ্যাখে ঊষাময় অনিরুদ্ধ কাল
পাখিসম চিৎকারচিঁড়ে মুখোমুখি দাঁড়িয়েছে—