❑ সাম্য রাইয়ান
কিছু রোদ এসে আছড়ে পড়ছে মাঠে
মেয়েদের মতো—
পৃথিবী এক ঢেউ ভুলে যাওয়া নদী!
বেহায়া কুকুরদল
সস্নেহে তোমার সাথে—
যতোটা দেখে তুমি পৃথিবীকে ভাবো
পৃথিবী আসলে তার পর থেকে শুরু!
পাখি নেই
তবু ডানা ঝাপটানো আছে৷
দূরের আকাশে তার
উথাল-পাথাল শব্দ
হাসিঠাট্টায় লুকানো জীবাশ্মের মতো
জীবন বলপয়েন্ট
আপনি ফুরিয়ে যায়
আরও কিছু ফুল তোলা কাজ
নকশিকাঁথা, কোথায় হারায়?