ছাগলের সংখ্যা বৃদ্ধি প্রসঙ্গে বিবিধ অভিক্ষেপ

❏ সাম্য রাইয়ান 

১.
যে ছেলেটির কবি হবার কথা ছিলো, সে হয়ে উঠলো তৃতীয় শ্রেণির সাংবাদিক!
যার গায়ক হবার কথা ছিলো, সে হয়ে উঠলো কেরানী!
যে ছেলেটির অভিনেতা হবার কথা ছিলো, সে হয়ে উঠলো উৎকৃষ্ট মাগিবাজ!
যার বিপ্লবী হবার কথা ছিলো, সে হয়ে উঠলো বুর্জোয়াদের দালাল: উচ্ছিষ্টভোগী!
যার শিক্ষিত করার কথা ছিলো জাতিকে, সে হয়ে উঠলো প্রশ্নফাঁসকারী!
যার হবার কথা ছিলো সংস্কৃতিকর্মী, সে হয়ে উঠলো এনজিও কর্মকর্তা!
যার হবার কথা ছিলো ক্রিয়েটিভ লেখক, সে হয়ে উঠলো প্রতিষ্ঠানের পোষা কুত্তা!

২.
৫ ডিসেম্বর ২০১৪ তারিখের পত্রিকায় দেখলাম, ছাগল বিষয়ে সংবাদ প্রকাশ করেছে৷ সেখানে বলা হয়েছে, সংখ্যার দিক থেকে ছাগল উৎপাদনে বিশ্বে চতুর্থ বাংলাদেশ।

৩.
যে দেশে শিক্ষক ক্লাসে আসে মূলত কোচিং সেন্টার/প্রাইভেটের বিজ্ঞাপন করতে, পরীক্ষার আগের রাতে ফাঁসকৃত প্রশ্ন নিয়ে ছাত্রের বাড়ি দৌঁড়াদৌঁড়ি করে, যে দেশে শিক্ষকের কাছে ছাত্র ধর্ষিত হয়, অশিক্ষিত লোক যেখানে শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে, সেই দেশে ছাগলের সংখ্যা বৃদ্ধি হবে না তো কি ঘরে ঘরে বিদ্যাসাগর জন্ম নিবে?

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *