স্বাধীনতা লাগবে

❏ সাম্য রাইয়ান

যে শিশুর ঘুম ভাঙে বুলেটের শব্দে, বারুদের গন্ধে
তার জন্য এ লেখা, তার পাশে দাঁড়াবে এ কবিতা৷

যে নাগরিক ঘুমাতে পারে না অজানা আতঙ্কে
তার স্বাধীনতা লাগবে৷
যে মেয়েটা বাড়ি ফেরে সন্ধ্যার পর
তার স্বাধীনতা লাগবে৷
যে লোকটা খুপড়ি-ঘরে বৌ-বাচ্চা নিয়ে অভুক্ত
তার স্বাধীনতা লাগবে৷
যে শিক্ষক পরীক্ষা-হলে নকল ঠেকাতে মার খায়
তার স্বাধীনতা লাগবে৷
যে ছাত্র টাকার অভাবে ফরম-ফিলাপ করতে পারে না
তার স্বাধীনতা লাগবে৷
যে কৃষক ফসলের ন্যায্যমূল্য না পেয়ে অভুক্ত এই মুহূর্তে
তার স্বাধীনতা লাগবে৷
যে শ্রমদাস জন্মলগ্ন থেকে শ্রমের শিকলে বন্দী
তার স্বাধীনতা লাগবে৷
যে মা সারাদিন গৃহকর্ম করেও শান্তিতে ঘুমাতে পারে না
তার স্বাধীনতা লাগবে৷
যে পিতা ঋণের টাকা পরিশোধ করতে না পেরে আত্মহত্যা করে
তার স্বাধীনতা লাগবে৷
যে যুবক ঘুষ দিতে না পারায় চাকরী পাচ্ছে না
তার স্বাধীনতা লাগবে৷
যে সাংবাদিক সংবাদ প্রকাশের আগেই খুন হয়ে যায়
তার সন্তানের স্বাধীনতা লাগবে৷
যে ব্যবসায়ী চাদার টাকা দিতে না পারায় আহত পড়ে থাকে রাস্তায়
তার স্বাধীনতা লাগবে৷
যে জননী বিরোধী দলকে ভোট দেয়ায় গণধর্ষিত হয়
তার স্বাধীনতা লাগবে৷
যে মেয়েটা টিউশনী থেকে আর বাড়ি ফিরে এলো না
যার লাশ সেনানিবাসের জঙ্গলে পড়ে থাকে
তার স্বাধীনতা লাগবে৷
যে দেশে পাহাড় স্বাধীন নয়—নিঃসঙ্গ শেরপা
তার স্বাধীনতা লাগবে৷
সীমান্তে আজও যাকে গুলি করে হত্যা করা হয়েছে
তার স্বাধীনতা লাগবে৷
যে কবি ফেসবুকে কবিতা লেখার জন্য আইসিটি অ্যাক্টে কারাগারে
তার স্বাধীনতা লাগবে৷
যে কৃষক এখন শহুরে রিকশাচালক
তার স্বাধীনতা লাগবে৷
পুলিশ যে যুবককে মিথ্যা মামলায় জেল খাটাচ্ছে
তার স্বাধীনতা লাগবে৷
দেড়শ’ বছর বাস করার পরেও যে গাছের নাগরিক অধিকার নাই
তার স্বাধীনতা লাগবে৷
‘সংখ্যালঘু’ নাম দিয়ে যাকে প্রকাশ্যে-গোপনে চড় মারা হয় প্রতিদিন
তার স্বাধীনতা লাগবে৷
যে কার্টুনিস্ট রাষ্ট্রীয় রোষানলে নির্মম অত্যাচারিত
তার স্বাধীনতা লাগবে৷
যে লেখককে জেলখানায় পেটাতে পেটাতে হত্যা করা হয়েছে
তার স্বাধীনতা লাগবে৷
‘নাস্তিক’ উপাধি দিয়ে অতিসহজে যাকে হত্যা করা যায়
তার স্বাধীনতা লাগবে৷
যে দর্জ্জি নিজেও জানে না কেন তাকে কুপিয়ে হত্যা করা হল
তার স্বাধীনতা লাগবে৷
যে শিশু মোবাইলে বলল, ‘আব্বু, তুমি কানতেছ যে...?’
তার স্বাধীনতা লাগবে৷
যে প্রাণীদের বন থেকে ধরে চিড়িয়াখানায় বন্দী করা হয়েছে
ওদের স্বাধীনতা লাগবে৷
লাগবেই লাগবে৷ 
যা কিছুই হোক
যতোটা কষ্ট হোক
যতোটা জীবন চলে যাক পথে—
অহেতুক জীবনহীনতায়
              ভালো হয় মরে গেলে,
তার থেকে ভালো হয়
              ডিয়ার স্বাধীনতা—তোমাকে পেলে!


যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *